• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুলিশভ্যানে বসে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম ফেসবুক লাইভে যা বললেন (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২১, ১৪:২৩
পুলিশভ্যানে বসে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম ফেসবুক লাইভে যা বললেন 

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ বিক্ষোভে অংশ নেয়া রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তাকে নিয়ে যায়।

পরে রফিকুল ইসলামের একটি ফেসবুক লাইভ ভাইরাল হয়। ফেসবুক লাইভে রফিকুল ইসলাম পুলিশভ্যানের ভেতর থেকে বলেন, “সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন পুলিশ আমাদের পুলিশভ্যানে নিয়ে এসেছে। এই যে আমাদের আরও কিছু ভাই। আমরা বলবো আমরা আসলে দেশের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে না। আমাদেরকে পুলিশ ভাইরা আহত করেছে, আঘাত করেছে। আমরা তাদের বলবো আমাকে আঘাত করা বা দেশকে আঘাত করা একই কথা আমরা ইসলাম বিরোধী না দেশ বিরোধী না আমরা মোদির বিরুদ্ধে।”

আরও পড়ুন...‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে নিয়ে গেল পুলিশ

এদিকে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান সড়কটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সাড়ে ১১টার দিকে ছাত্র-যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়ে মতিঝিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পুলিশও টিয়ারশেল ছুড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার ঠাঁই নেই: রফিকুল ইসলাম মাদানি
তিন মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী
এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম
ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: মাওলানা রফিকুল ইসলাম খান